ঢাকা, মঙ্গলবার   ২৭ জানুয়ারি ২০২৬

ধানক্ষেত থেকে নারীর মরদেহ উদ্ধার 

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ২০:৩৭, ২৫ অক্টোবর ২০২৪

Ekushey Television Ltd.

রাজবাড়ীর কালুখালী উপজেলার মোহনপুর গ্রামের একটি ধান ক্ষেত থেকে অজ্ঞাত এক নারীর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার সকাল ১০টার দিকে স্থানীয়রা ধান ক্ষেতে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়৷ পুলিশ এসে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

পুলিশ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, মোহনপুর গ্রামের কৃষক আজিজ খান ধান ক্ষেত দেখতে যায় সক‌া‌লে। ক্ষেতের কাছে পৌঁছালে স্থানীয় মতিন মণ্ডলের ক্ষেত থেকে দুর্গন্ধ আসে। কাছে গিয়ে দেখতে পায় এক নারীর গলিত মরদেহ পরে আছে। 

কালুখালী থানার ওসি মুহাম্মদ জাহিদুর রহমান জানান, স্থানীয়রা মরদেহ দেখে পুলিশে সংবাদ দেয়। ধারণা করা হচ্ছে, ৪ থেকে ৫ দিন আগে ওই নারীর মৃত্যু হয়েছে এবং তার বয়স ৩০ থেকে ৩৫ বছর হবে। শরী‌রে বি‌ভিন্ন অংশ প‌চে যাবার কার‌ণে চেহারা চেনার উপায় নেই। 

পুলিশ অজ্ঞাত নারীর পরিচয় উদ্ধারে কাজ করছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠাচ্ছি। পোস্টমর্ডেম রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে বলে জানান ওসি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি