ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

প্রবাসীর স্ত্রীকে বিয়ের প্রস্তাব, রাজি না হওয়ায় শিশু হত্যা

কিশোরগঞ্জ সংবাদদাতা

প্রকাশিত : ২০:২০, ৩১ ডিসেম্বর ২০২৪

গ্রেপ্তার কেয়ারটেকার হাছান মিয়া, তার ওয়্যারড্রোব থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার হয়েছে।

গ্রেপ্তার কেয়ারটেকার হাছান মিয়া, তার ওয়্যারড্রোব থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার হয়েছে।

Ekushey Television Ltd.

কিশোরগঞ্জের ভৈরবে বাড়ির কেয়ারটেকারের বাসার ওয়্যারড্রোব থেকে সাহাল (৩) নামে নিখোঁজ এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

আজ মঙ্গলবার ভোরে শহরের পঞ্চবটি এলাকা থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। 

নিহত শিশু উপজেলার কালিকাপ্রসাদ এলাকার কাতার প্রবাসী সানাউল্লাহ বাবুর ছেলে। 

এ ঘটনায় কেয়ারটেকার মো, হাছান মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। একইসঙ্গে নিহত শিশুর মা মোমেনা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। 

পুলিশ জানিয়েছে, প্রবাসীর স্ত্রী মোমেনা বেগমকে বিয়ের প্রস্তাব দিয়েছিল হাছান। এতে তিনি রাজী না হওয়ায় শত্রুতা করে তার শিশু সন্তানকে হত্যা করে থাকতে পারে হাসান। 

সোমবার শিশুটি নিখোজের পর থেকে বাড়ির কেয়ারটেকার হাছান মিয়ার বাসা তালা বদ্ধ পাওয়া যায়। পরে তালা ভেঙে কক্ষের ভেতরে থাকা ওয়ারড্রোব থেকে নিহত সাহালের মরদেহ উদ্ধার করা হয়। 

এ ঘটনায় নিহতদের দাদী নাসিমা বেগম বাদী হয়ে হাছানকে আসামি করে ভৈরব থানায় একটি হত্যা মামলা দায়ের করেন বলে জানিয়েছেন ভৈরব থানার ওসি মো. শাহিন মিয়া। 

উদ্ধারের পর শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জে পাঠানো হয়েছে। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি