ঢাকা, বুধবার   ২৮ জানুয়ারি ২০২৬

সেন্টমার্টিন দ্বীপে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩টি রিসোর্ট পুড়ে ছাই

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১২:৫১, ১৫ জানুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

প্রবালদ্বীপ সেন্টমার্টিনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩টি রিসোর্ট পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। দ্বীপে কোনো ফায়ার সার্ভিস না থাকায় এই বড় ক্ষতি বলে দাবি করেছেন দ্বীপের বাসিন্দারা। 

মঙ্গলবার মধ্যরাতে দ্বীপের পশ্চিম সৈকতের গলাচিপা এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান। 

তিনি বলেন, মধ্যরাতে সেন্টমার্টিনে ভয়াবহ আগুনে শায়রী, বিচ ভ্যালি ও কিংশুক রিসোর্ট পুড়ে ছাই হয়ে যায়। এই ঘটনায় পর্যটক ও স্থানীয়দের মধ্যে কোনো হতাহতের ঘটনা হয়নি। আগুন নিয়ন্ত্রণে আনার জন্য উন্নত মানের কোনো যন্ত্র না থাকায় ক্ষতি বেশি হয়েছে বলে জানান তিনি।

দ্বীপের বর্জ্য পোড়ানো হয় বালিয়াড়িতে, যা থেকে এ ঘটনা হতে পারে। এছাড়া দ্বীপে কোনো ফায়ার সার্ভিস না থাকায় আগুনে এই বড় ধরনের ক্ষতি হয়েছে দাবি স্থানীয়দের।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি