শ্রীমঙ্গলে কয়েক হাজার নেতাকর্মীকে নিয়ে বিএনপির ঈদ পূণর্মিলনী
প্রকাশিত : ১২:৫৭, ১০ এপ্রিল ২০২৫

মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জ সংসদীয় আসনের জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহণে ঈদপূনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার রাতে শ্রীমঙ্গল লেমনগার্ডেন রিসোর্টে এই ঈদপূনর্মিলনী অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, সাবেক মেয়র ও ন্যাশনাল টি কোম্পানির পরিচালক মো. মহসিন মিয়া মধুর সভাপতিত্বে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ূন।
এসময় উপস্থিত ছিলেন বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য এডভোকেট আবেদ রেজা, জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য রুয়েল আহমদসহ শ্রীমঙ্গল ও কমলগঞ্জের নেতৃবৃন্দ।
ঈদ পূনর্মিলনীর প্রধান পৃষ্ঠপোষক জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মহসীন মিয়া মধু বলেন, আমরা কেউ নেতা নই, সবাই কর্মী। আমরা তারেক রহমানের কর্মী। দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের কর্মী।
তিনি বলেন, আমার উপর অনেক জুলুম অত্যাচার হয়েছে। মিথ্যা মামলায় জেল খেটেছি। কিন্তু আমি প্রতিহিংসা চাইনা, আমি চাই শান্তিপূর্ণ অবস্থান। আমার এলাকার মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারে বিএনপির একজন কর্মী হয়ে আমি সেভাবেই কাজ করে যাবো।
এএইচ
আরও পড়ুন