ঢাকা, রবিবার   ১১ মে ২০২৫

ফরিদপুরে সীমানা বিরোধের জেরে নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ

ফরিদপুর প্রতিনিধি 

প্রকাশিত : ১৫:৪২, ১০ মে ২০২৫ | আপডেট: ১৫:৪৯, ১০ মে ২০২৫

Ekushey Television Ltd.

প্রতিপক্ষের হামলায় আহত ফরিদপুরের সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের  আদম মোল্লার ডাঙ্গী গ্রামের কবির মোল্লার স্ত্রী নাসিমা বেগম মারা গেছেন। শুক্রবার রাতে তাকে দাফন করা হয়। এর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের ছেলে খায়রুল মোল্লা জানান, আব্দুল আজিজ শেখের পরিবারের সাথে জমির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিলো কবির মোল্লার পরিবারের। প্রভাবশালী আজিজের পরিবারের লোকজন প্রায়শ নানা অসিলায় কবির মোল্লা ও তার পরিবারের লোকজনের উপরে চড়াও হতো। গত ০৮ মার্চ সন্ধ্যায় বিরোধের জের ধরে আজিজ শেখ ও তার ছেলে রাসেল শেখ পরিবারের লোকজন নিয়ে অতর্কিত হামলা চালিয়ে কবির মোল্লার বড় ছেলে নজরুল মোল্লাকে মারধর করার চেষ্টা চালায়। এসময় সে আত্মরক্ষায় ঘরের মধ্যে আশ্রয় নিলে হামলাকারীরা ঘরের দরজা ভাঙার চেষ্টা করে। নাসিমা বেগম তাদের নিভৃত করার চেষ্টা চালালে তারা ক্ষুব্ধ হয়ে নাসিমা বেগমকে মারধর করে। এতে সে গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৯ মে মারা যান নাসিমা।

শুক্রবার রাতে ফরিদপুর কোতোয়ালি থানার উপ পরিদর্শক মুজাহিদুর রহমান জানান, এ ঘটনায় অভিযোগ পাওয়ার পর একজনকে আটক করে আদালতে উপস্থাপন করা হয়। তিনি জানান, হামলার ঘটনায় দায়ের করা মামলায় ৩০২ ধারা সংযুক্ত করতে আদালতে আবেদন করা হবে। এ সময় তিনি প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনা হবে বলে জানান। 

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি