ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫

দুর্নীতি ও অসদাচরণের অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক ষড়যন্ত্র, দাবি জিরুনা ত্রিপুরার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫৫, ১০ জুলাই ২০২৫ | আপডেট: ২০:৫৬, ১০ জুলাই ২০২৫

Ekushey Television Ltd.

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান (বিরত) জিরুনা ত্রিপুরা তাঁর বিরুদ্ধে আনীত দুর্নীতি, স্বজনপ্রীতি ও অসদাচরণের অভিযোগকে "সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও রাজনৈতিক ষড়যন্ত্রমূলক" বলে দাবি করেছেন।

বৃহস্পতিবার (১০ জুলাই) সংবাদমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জিরুনা ত্রিপুরা অভিযোগ করেন, তাকে জেলা পরিষদের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার জন্য একটি সংঘবদ্ধ চক্র এই ‘কাল্পনিক অভিযোগপত্র’ তৈরি করেছে। 

সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, আমি একজন নারী, একজন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতিনিধি হিসেবে নেতৃত্বে আসার পর থেকেই পরিকল্পিতভাবে আমার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চলছে।

প্রসঙ্গত, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১৪ জন সদস্য একযোগে তাঁর বিরুদ্ধে অনাস্থা আনয়ন করেন। এর প্রেক্ষিতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় তাঁকে পরিষদের সকল কার্যক্রম থেকে বিরত থাকতে নির্দেশ দেয় এবং মিজ শেফালিকা ত্রিপুরাকে অস্থায়ী চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়।

তবে এসব অভিযোগ প্রত্যাখ্যান করে জিরুনা ত্রিপুরা বলেন, আমি দায়িত্বে আসার পর থেকে খাগড়াছড়ি জেলার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক স্বচ্ছতা এবং জনগণকে সেবা দেওয়ার লক্ষ্যে কাজ করেছি। শিক্ষক বদলি, নিয়োগ প্রক্রিয়া ও প্রকল্প বরাদ্দ সব কিছুতেই আমি যোগ্যতা, নিয়মনীতি ও জবাবদিহিতাকে প্রাধান্য দিয়েছি।

তিনি আরও দাবি করেন, পার্বত্য এলাকায় উন্নয়ন কার্যক্রম গতিশীল করায় একটি কুচক্রী মহল ক্ষুব্ধ হয়ে তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তাঁর ভাষায়, একটি মহল রাজনৈতিক উদ্দেশ্যে আমার ব্যক্তিগত জীবন, পারিবারিক বিষয় এবং বক্তব্য বিকৃত করে প্রচার করছে, যা চরমভাবে নিন্দনীয়।

জিরুনা ত্রিপুরা জানিয়েছেন, তিনি লিখিতভাবে সব অভিযোগের জবাব মন্ত্রণালয়ে দাখিল করবেন এবং আইনি ও প্রশাসনিক প্রক্রিয়ায় নিজেকে নির্দোষ প্রমাণ করবেন।

জনগণ ও গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, গুজব বা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সত্য যাচাই করুন। আমি বিশ্বাস করি, সত্যের জয় হবেই।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি