ঢাকা, রবিবার   ১৯ অক্টোবর ২০২৫

খাগড়াছড়িতে সড়ক অবরোধ পুরোপুরি প্রত্যাহার

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত : ১২:১২, ৪ অক্টোবর ২০২৫ | আপডেট: ১২:১৭, ৪ অক্টোবর ২০২৫

Ekushey Television Ltd.

খাগড়াছড়িতে আগামীকাল ৫ অক্টোবর পর্যন্ত স্থগিত করা সড়ক অবরোধ এবার পুরোপুরি প্রত্যাহার করেছে জুম্ম ছাত্র জনতা। 

শনিবার (০৪ অক্টোবর) সকালে তাদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। 

মানবিক কারণ ও প্রশাসনের আশ্বাসকে আংশিক বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এদিকে অবরোধ সম্পূর্ণ প্রত্যাহার করায় যে কোন সময় তুলে নেয়া হতে পারে ১৪৪ ধারা।

খাগড়াছড়িতে স্কুলছাত্রী গণধর্ষণের ঘটনার প্রতিবাদে ২৭ সেপ্টেম্বর থেকে ডাকা অনির্দিষ্টকালের অবরোধ গত ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার রাত ১১টা থেকে ৫ অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়েছিল।

প্রসঙ্গত, গত ২৩ সেপ্টেম্বর এক কিশোরী স্কুলছাত্রীকে গণধর্ষণের অভিযোগে ডাকা অবরোধ ঘিরে ২৭ ও ২৮ সেপ্টেম্বর খাগড়াছড়ি সদর ও গুইমারায় সংঘর্ষ, অগ্নিসংযোগ ও সহিংসতায় তিনজন পাহাড়ি নিহত হন এবং বহু মানুষ আহত হন। 

গুইমারার রামসু বাজার ও আশপাশে দোকানপাট ও ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। জেলা সদরের মহাজনপাড়া, নারিকেল বাগান এবং স্বনির্ভর বাজারে বহু ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর ও লুটপাট করা হয়।

তবে তিন সদস্যের চিকিৎসক দল ওই স্কুলছাত্রীর শরীরে ধর্ষণের কোনো আলামত পায়নি।

খাগড়াছড়ি সদর ও গুইমারা উপজেলায় সহিংসতার ঘটনায় পুলিশ বাদী হয়ে হত্যাসহ তিনটি মামলা দায়ের করেছে। এসব মামলায় হাজারেরও বেশি অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি