বিতর্কিত ছবি শেয়ার করায় সেই ইউনিয়ন জামায়াত আমিরকে অব্যাহতি
প্রকাশিত : ১২:৩০, ৪ অক্টোবর ২০২৫ | আপডেট: ১২:৩৮, ৪ অক্টোবর ২০২৫

চাঁদপুরের হাজীগঞ্জে বিএনপি ও জামায়াত নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় নিন্দা জানিয়েছে চাঁদপুর জেলা জামায়াতে ইসলামী। একই সঙ্গে ফেসবুকে বিতর্কিত ছবি শেয়ারকে কেন্দ্র করে আলোচিত গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা ইলিয়াস হোসেনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হয়েছে।
শুক্রবার রাতে জেলা জামায়াতের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।
জামায়াতের জেলা সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া বলেন, ফেসবুকে অসাবধানতাবশত ছবি শেয়ার হওয়ায় ইউনিয়ন সভাপতি দুঃখ প্রকাশ করেছিলেন। এরপরও সংঘর্ষের ঘটনা অত্যন্ত দুঃখজনক ও অগ্রহণযোগ্য।
এদিকে জেলা আমির মাওলানা মো. বিল্লাল হোসেন মিয়াজী জানিয়েছেন, ফেসবুক বিতর্কের ঘটনায় মাওলানা ইলিয়াস হোসেনের সদস্য পদ তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে। পাশাপাশি তাকে ইউনিয়ন আমিরের দায়িত্ব থেকেও অব্যাহতি দেয়া হয়েছে।
এর আগে সকালে হাজীগঞ্জ উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের পালিশারা গ্রামে ফেসবুকে একটি ছবি শেয়ারকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ৩৫ জন আহত হন, যাদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়।
প্রসঙ্গত, ফেসবুকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের সিনিয়র নেতা রুমিন ফারহানাকে নিয়ে এডিট করা একটি ছবি শেয়ারকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
এএইচ
আরও পড়ুন