ঢাকা, মঙ্গলবার   ২১ অক্টোবর ২০২৫

কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১০:০৯, ২১ অক্টোবর ২০২৫

Ekushey Television Ltd.

নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে আবু হানিফ নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা। 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছে নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন। তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠিয়েছে। 

তদন্তের পর বিস্তারিত বলা যাবে, অভিযুক্তদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে বলে জানান ওসি।

নিহত হানিফ বাগেরহাটের খন্তাকাটা গ্রামের আবুল কালামের ছেলে ও খানপুর এলাকার ইতু ভিলার বাড়ির দারোয়ান।

নিহতের মেজো বোনের স্বামী ইব্রাহিম জানান, খানপুর এলাকার অভিসহ কয়েকজন যুবক প্রথমে আবু হানিফের বোন ও তাকে আটকে রাখে। এসময় তারা আবু হানিফকে খোঁজ করে। বিকালে হানিফকে পেয়ে তাদেরকে ছেড়ে দেয়। এরপর হানিফ বেধড়ক পেটায় ওই যুবকেরা। একপর্যায়ে হানিফ জ্ঞান হারালে তাকে রাস্তায় ফেলে দেয়া হয়। 

পরে আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে খানপুর হাসপাতালে নিলে চিকিৎসক রাতে মৃত ঘোষণা করেন। 

ওই যুবকেরা আবু হানিফের বিরুদ্ধে একবার ধর্ষণ ও ইভটিজিংয়ের অভিযোগ তোলেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি