ঢাকা, বুধবার   ২৮ জানুয়ারি ২০২৬

বগুড়ায় জাতীয় ছাত্রশক্তির মুখপাত্র ঐশির পদত্যাগ

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৪৩, ১৫ নভেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

জাতীয় ছাত্রশক্তির বগুড়া জেলা কমিটির মুখপাত্র ঐশী জামান পদত্যাগ  করেছেন। নিজের ব্যক্তিগত ফেইসবুকে পোস্ট দিয়ে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

শনিবার (১৫ নভেম্বর) দুপুরে তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন এ এম জেড শাহরিয়ার জুইন।

তিনি বলেন, ঐশী জামান শুক্রবার ফেসবুকে পদত্যাগের একটি পোস্ট দিয়েছেন। তবে আনুষ্ঠানিক পদত্যাগপত্র এখনো পাইনি।

ফেসবুক পোস্টে দেওয়া পদত্যাগপত্রে ঐশী জামান লিখেছেন, ব্যক্তিগত ব্যস্ততা ও মানসিক চাপের কারণে দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না। তবে সংগঠনের আদর্শ ও নীতির প্রতি শ্রদ্ধা অটুট থাকবে।

ঐশী জামানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ব্যস্ততার কারণে লিখিতপত্র জমা দেওয়া হয়নি। তবে দ্রুতই জমা দিব। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি