ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

দিনাজপুরে যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৭, ২৩ জুন ২০১৮ | আপডেট: ১০:০৫, ২৩ জুন ২০১৮

Ekushey Television Ltd.

দিনাজপুরের কসবা উপজেলায় মো. ইরেজ উদ্দিন (২৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ইরেজ কসবা উপজেলার বাসিন্দা এমাজ উদ্দিনের ছেলে।
শুক্রবার দিনগত রাত ১২টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেদওয়ানুর রহিম জানান, ইরেজকে বাড়ি থেকে ডেকে নিয়ে অস্ত্রধারী এক দল দুর্বৃত্ত কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি