ঢাকা, বুধবার   ১১ ডিসেম্বর ২০২৪

সন্দ্বীপ ফ্রেন্ডস সার্কেল এসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫৪, ২৪ আগস্ট ২০১৮

`উঠো, জাগো, এবং শ্রেয়কে বরণ করো` এই মহামতি মন্ত্রে দীক্ষিত সংগঠন সন্দ্বীপ ফ্রেন্ডস সার্কেল এসোসিয়েশনের সাধারণ সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার বিকেল ৪ টায় এনাম নাহার, হাসান মেডিকোতে এ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেছেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি আমির হোসেন রিশাদ। সাধারণ সভা ও পুনর্মিলনী উপলক্ষে সংগঠনের কলেজ শাখাগুলোর দায়িত্বপ্রাপ্ত নেতা-কর্মী এবং সদস্যরা উপস্থিত ছিলেন।

উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রিধোয়ানুল বারী,এবি কলেজ শাখার সমন্বয়ক মোহাম্মদ জাবেদ হোসেন, সভাপতি হায়দার গাজী, সহ- সভাপতি জিহাদ হোসেন,সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন সাজু, সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন ফাহিম, সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাকিল,শুভ সমাজ কল্যাণ সম্পাদক দেলোয়ার হোসেন, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক কানাই দেব, সাবেক সহ-সাধারণ সম্পাদক এস এম শরিফুল ইসলাম সৌরভ, এম আর সভাপতি সালাউদ্দিন জিসান, সাংগঠনিক সম্পাদক আবেদ খান রানা, সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রিহান, নির্বাহী সদস্য নাজিম প্রমুখ।

কেআই/এমজে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি