ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫

শহর পরিচ্ছন্নতা কর্মসূচিতে মাশরাফির মা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৬, ১৬ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ১৭:১৭, ১৬ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার মা হামিদা মর্তুজা মহান বিজয় দিবসে শহর পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ গ্রহণ করেছেন। কিছু তরুণ এই কার্যক্রমের আয়োজন করে।      

শনিবার রাতে নড়াইল শেখ রাসেল সেতুর পাশে ঝাড়ু দিয়ে রাস্তা পরিস্কার করে কর্মসূচিতে যোগ দেন হামিদা মর্তুজা। নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সহায়তায় এই কর্মসূচি হাতে নেওয়া হয়।    

তরুণদের সঙ্গে ব্যতিক্রম এ কর্মসূচিতে অংশ নেয়া প্রসঙ্গে মাশরাফির মা বলেন, আমার ছেলেদের সব ভালো কাজের সঙ্গে আমি আছি। বিজয় দিবসের অঙ্গীকার আমরা সকলে মিলে দেশটাকে গড়ব। দেশটাকে পরিষ্কার করছি এটাই বিজয় দিবসে আমাদের মুক্তিযুদ্ধের প্রেরণা।

এ সময় নড়াইল পৌরসভার কাউন্সিলর কাজী জহির, মাশরাফির মামা নাহিদ হোসেন, ছোটভাই মুরসালিন বিন মুর্তুজা সিজার, ছাত্রনেতা চঞ্চল শাহরিয়ারসহ অনেকে উপস্থিত ছিলেন।  

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি