ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

চাঁপাইনবাবগঞ্জে জঙ্গি আস্তানায় অভিযান সমাপ্ত

প্রকাশিত : ১১:০৪, ২২ জানুয়ারি ২০১৯ | আপডেট: ১৩:০৮, ২২ জানুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের শিবনারায়নপুর গ্রামে জঙ্গি আস্তানা সন্দেহে র‌্যাবের সাড়ে চার ঘণ্টার অভিযান শেষ হয়েছে।

শীর্ষ জঙ্গি নেতার সন্ধানে মঙ্গলবার ভোর রাত সাড়ে ৩টা থেকে এই অভিযান শুরু করে র‍্যাব-৫। পরে সকাল ৮টায় রাজশাহী র‌্যাব-৫ এর অধিনায়ক লে. কর্নেল মাহবুবুল আলম এই অভিযানের সমাপ্ত ঘোষণা করেন।

মাহবুবুল আলম, গুলশানের হলি আটিজান রেঁস্তোরায় জঙ্গি হামলার ২/৩ জন আসামি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের শিবনারায়নপুর গ্রামে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে তিনটার দিকে র‌্যাব সদস্যরা ওই গ্রামের ১৫/২০ টি বাড়ি ঘিড়ে ফেলে। সকাল ৮টা পর্যন্ত সেখানে তল্লাশি চালিয়ে কাউকে পাওয়া যায়নি। তবে জিজ্ঞাসাবাদের জন্য মনিরুল ইসলাম নামে একজনকে আটক করেছে র‌্যাব।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি