ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

আশুলিয়ায় যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

প্রকাশিত : ১৭:৪০, ২০ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

 

রাজধানী ঢাকার উপকন্ঠ শিল্পাঞ্চল আশুলিয়ার রুপায়ন হাউজিং লি. নামে একটি আবাসন প্রকল্পের মাঠ থেকে এক যুবকের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকালে আশুলিয়ার জামগড়া এলাকার রূপায়ন আবাসিক প্রকল্পের ওই নির্জন মাঠ থেকে মরদেহটি উদ্ধার করেন।

নিহত জীবন মিয়া (১৭) আশুলিয়া থানার মধ্যে গাজীরচট এলাকার মাটির মসজিদ সংলগ্ন জহিরুল হকের ছেলে। নিহত জীবন এলাকায় পুরাতন ফ্রিজ মেরামতের কাজ করতো।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এস আই) মিরাজ হোসেন জানান,সকালে স্থানীয়দের খবরে জামগড়া এলাকার রূপায়ন আবাসিক প্রকল্পের মাঠ থেকে জীবন নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়। এ সময় তার শরীরে প্রায় ১৫-২০টি ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গেও প্রেরণ করা হয়েছে।

তিনি আরও জানান, পূর্ব শত্রুতার জের ধরে তাকে কুপিয়ে হত্যার পর নির্জন একটি মাঠে ফেলে রেখে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

এই হত্যাকান্ড সম্পর্কে এস আই মিরাজ এর নিকট জানতে চাইলে তিনি বলেন, হত্যার সঙ্গে জড়িতদের এখনও সনাক্ত করা যায়নি। এঘটনায় আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার সাথে যারাই জড়িত রয়েছে শীঘ্রই তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

কেআই/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি