ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

প্রযুক্তি ব্যবহার করে অগ্নিকাণ্ড প্রতিরোধ সম্ভব : মোস্তাফা জব্বার

প্রকাশিত : ১৭:২০, ৩০ মার্চ ২০১৯ | আপডেট: ১৭:৪১, ৩০ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন,‘প্রযুক্তি ব্যবহার করে অগ্নিকাণ্ড প্রতিরোধ করা সম্ভব। সে প্রযুক্তি আমাদের কাছে আছে।’

শনিবার দুপুরে রাজশাহীতে নির্মাণাধীন হাইটেক পার্ক পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। 

মন্ত্রী বলেন,‘আমাদের যে প্রযুক্তি রয়েছে তা ব্যবহার করে হাজার মাইল দুর থেকেও অগ্নিকান্ড সর্ম্পকিত তথ্য পাওয়া সম্ভব। যারা ভবন বানান তারা যদি আমাদের পরামর্শ নিয়ে সেসব প্রযুক্তি ব্যবহার করেন তাহলে এসব সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব।’

তিনি বলেন, ‘শিথিলতার কারণে বহুতল ভবন নির্মাণে অনেক অনিয়ম হয়েছে। তবে যারা বিল্ডিং কোড অমান্য করেছেন তাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নিবে। যেসব ভবনে আগুন লাগছে সেগুলোতে আগুনের সূত্র যা তার সব কিছুর সমাবেশ করা হয়েছে। আমরা যখন হাইকেট পার্ক করছি তখন এ সমস্ত বিষয় বিবেচনা করে তৈরি করা হচ্ছে। যাতে একটি নিরাপদ জায়গা করা যায় সেই ব্যবস্থাটা করছি।’

এ সময় রাজশাহী জেলা প্রশাসক এসএম আব্দুল কাদেরসহ প্রকল্পের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি