ঢাকা, শুক্রবার   ৩০ জানুয়ারি ২০২৬

বুড়িগঙ্গায় নৌকা ডুবি, নিহত ২

প্রকাশিত : ০৯:৩৬, ১ এপ্রিল ২০১৯ | আপডেট: ১১:৩৭, ১ এপ্রিল ২০১৯

Ekushey Television Ltd.

বুড়িগঙ্গা নদীতে নৌকা ডুবে এক নারী ও তার ছেলের মৃত্যু হয়েছে। নিহত মা ও পাঁচ বছর বয়সী ছেলের পরিচয় জানা যায়নি।

রোববার সন্ধ্যায় ঢাকার আকাশ কালো করে শুরু হওয়া কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে এ দুর্ঘটনা ঘটে। কেরানীগঞ্জ মডেল থানার ওসি শাকের মোহাম্মদ জুবায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি শাকের মোহাম্মদ জুবায়ের বলেন, কেরানীগঞ্জের মাদারীপুর ঘাট দিয়ে কামরাঙ্গীরচরে যাওয়ার সময় ঝড়ের কবলে পড়ে নৌকাটি।

মাদারীপুর গ্রামের এক বাসিন্দা জানান, রোববার সন্ধ্যায় নৌকাটি ডুবে গেলে স্থানীয়রা এগিয়ে যায়। প্রথমে শিশুটিকে খুঁজে পেয়ে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মায়ের লাশ খুঁজে পাওয়া যায়।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি