ঢাকা, বুধবার   ২৮ জানুয়ারি ২০২৬

সন্দ্বীপে ট্রলি চাপায় শিশু নিহত

প্রকাশিত : ১৯:৩১, ৭ এপ্রিল ২০১৯

Ekushey Television Ltd.

সন্দ্বীপে মালবাহী ট্রলি চাপায় মোহাম্মদ মাহিন (৬) নিহত হয়েছে। শনিবার বিকাল ৫টায় বাউরিয়া মৌলভী বাজারের পূর্ব পাশে ফেরী ঘাট সড়কে এ দুর্ঘটনা ঘটে। মাহি হরিশপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আমিনুর রসুলের পুত্র।

জানা গেছে, মাহিন তার খালার বিয়ে উপলক্ষে নানার বাড়িতে বেড়াতে গিয়েছিল। ওই সময় সে রাস্তার পাশে দাঁড়ানো অবস্থায় ছিল। কিন্তু বেপরোয়া ট্রলি গতি নিয়ন্ত্রণ করতে না পারায় মাহিনকে চাপা দেয়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মাহিন মৃত্যুর খবর নিশ্চিত করেন। এই ব্যাপারে সন্দ্বীপ থানার উপ-পরিদর্শক মো.নাছির বলেন,‘ঘাতক ট্রলিটি আটক করা হয়েছে। নিহতের পিতা মামলা করতে আগ্রহী নয়’।

কেআই/

 

 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি