ঢাকা, বৃহস্পতিবার   ০৩ জুলাই ২০২৫

বন্ধুদের ঝগড়া থামাতে গিয়ে নিজেই হলো লাশ

প্রকাশিত : ১৮:৪২, ২৪ এপ্রিল ২০১৯ | আপডেট: ১৯:০০, ২৪ এপ্রিল ২০১৯

Ekushey Television Ltd.

রাজধানী ঢাকার অদূরে সাভারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই বন্ধুর মারপিট থামাতে গিয়ে ছুরিকাঘাতে নিহত হয়েছে এক এইচএসসি পরীক্ষার্থী। এ ঘটনায় পুলিশ ৪ জনকে আটক করেছে।

মঙ্গলবার রাতে সাভারের মধ্য রাজাশন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নাঈম মিয়া (২০) সাভার পৌর এলাকার মধ্য রাজাশন মহল্লার মনির হোসেনের ছেলে। সে চলতি এইচএসসি পরীক্ষার্থী ছিল।

পুলিশ বুধবার সকালে অভিযান চালিয়ে নিহতের বন্ধু শাকিল, মিলন, রিফাতসহ ৪ জনকে আটক করেছে।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোফাজ্জল হোসেন বলেন, ক্যারাম খেলাকে কেন্দ্র করে মিলন ও শাকিলের মধ্যে সংঘর্ষ হয়। তখন তাদের বন্ধু নাঈম তাদের থামাতে গেলে ছুরিকাঘাতে নাঈম গুরুতর জখম হয়।

পরে স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে রাতেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি আরো জানান, বুধবার সকালে এলাকায় অভিযান চালিয়ে নিহতের ৪ বন্ধুকে আটক করে আদালতে প্রেরন করা হয়েছে।

ময়নাতদন্তের জন্য লাশটি রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি