ঢাকা, বৃহস্পতিবার   ১৬ মে ২০২৪

মেহেরপুরে দু’পক্ষের ‘গোলাগুলিতে’ মাদক ব্যবসায়ী নিহত

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৯:৩৩, ২৩ জুলাই ২০১৯

মেহেরপুর সদর উপজেলার গোভিপুর গ্রামে দুইদল মাদক ব্যবসায়ীদের মধ্য ‘গোলাগুলিতে’ হামিদুল ইসলাম (৩০) নামের এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।

মঙ্গলবার ভোর ৩টার দিকে গোভিপুর গ্রামের মাথাভাঙ্গা মোড় নামক স্থানে ‘গোলাগুলির’ এই ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান, দুই রাউন্ড গুলি ও ১২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।

নিহত হামিদুল ইসলাম সদর উপজেলার বুড়িপোতা গ্রামের আরজ আলীর ছেলে। তার নামে সদর থানায় একডজন মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালে মর্গে প্রেরণ করেছে পুলিশ।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ দারা খান বলেন, ভোর ৩টার দিকে সদর উপজেলার  গোভিপুর গ্রামে দুইদল মাদক ব্যবসায়ীদের মধ্য গোলাগুলি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে মাথাভাঙ্গা মোড়ে গুলিবিদ্ধ হামিদুল ইসলামের লাশ দেখতে পায় তারা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদক ভাগাভাগি নিয়ে দু’পক্ষের মধ্য গোলাগুলির এ ঘটনা ঘটে।

এনএম


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি