ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪

বন্যার্তদের পাশে কুড়িগ্রাম বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত : ১৮:২৩, ২৭ জুলাই ২০১৯ | আপডেট: ১৯:৫৮, ২৭ জুলাই ২০১৯

কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের পরমালী গ্রামে বন্যার্ত পরিবারে ত্রাণ সহায়তা দিয়েছে কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। শনিবার সকালে বন্যার্ত ১১০ পরিবারে চাল,ডাল, তেল, লবন, চিড়া ও গুড় বিতরণ করা হয়। 

এ সময় গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের জেলা ও স্থানীয় কমিশনার এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অর্থায়নে ৬০ হাজার টাকার উপকরণ বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,কুড়িগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক এমপি মো. জাফর আলী, সাবেক পৌর চেয়ারম্যান কাজিউল ইসলাম, প্রধান শিক্ষক রোকসানা পারভীনসহ শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা।
এনএম/কেআই


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি