ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

মহেশখালীতে ২ টাকার জন্য যুবক খুন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০৮, ২ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

কক্সবাজারের মহেশখালী উপজেলায় মুদি দোকানি ও ক্রেতার মধ্যে ২ টাকা পাওনা নিয়ে বিরোধের জেরে এক যুবক খুন হয়েছেন। নিহতের নাম জাহাঙ্গীর আলম (২৫)।  

বৃহস্পতিবার বিকালে উপজেলার ধলঘাটা ইউনিয়নের বেগুনবনিয়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর ওই গ্রামের আব্দুল গফফারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেগুনবনিয়া গ্রামে আব্দুল গফুরের মুদির দোকানে জাহাঙ্গীর পান-সিগারেট খাওয়ার বিল দিতে গেলে গফুর ১২ টাকা দাবি করেন। এ সময় জাহাঙ্গীর ১০টাকা বিল হয়েছে দাবি করে। তখন দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে গফুর তার দোকানে থাকা কাঁচের গ্লাস ভেঙে জাহাঙ্গীরেরর পেটে আঘাত করেন। এ সময় ঘটনাস্থলে উপস্থিত লোকজন জাহাঙ্গীরকে দ্রুত চকরিয়া হাসপাতালে নিয়ে যায়। সেখানে রাত সাড়ে ৯ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ আব্দুল গফুরকে আটক করে ও নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠায়।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি