ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

মুক্তিযোদ্ধা সুভাষ ভৌমিকের শ্রাদ্ধ ৯ আগস্ট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৩, ৪ আগস্ট ২০১৯ | আপডেট: ২০:৪১, ৫ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

প্রয়াত লাকসামের বীর মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ নেতা সুভাষ ভৌমিকের শ্রাদ্ধকার্যাদি আগামী ৯ আগস্ট (শুক্রবার) অনুষ্ঠিত হবে। লাকসামস্থ শ্রী শ্রী জগন্নাথ মন্দির প্রঙ্গনে এ শ্রাদ্ধকার্যাদি অনুষ্ঠিত হবে।

গত রোববার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর কাকরাইলে ইসলামী ব্যাংক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সুভাষ ভৌমিক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।

১৯৪৭ সালে কুমিল্লার লাকসামে তিনি জন্মগ্রহণ করেন। তার বাবার নাম নরেন্দ্র কুমার ভৌমিক। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ২ মেয়ে ও নাতি-নাতনি রেখে গেছেন। তার ছেলে পাভেল ভৌমিক একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট।

সুভাষ ভৌমিক কুমিল্লার লাকসাম উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। এছাড়াও তিনি ওয়ার্কার্স পার্টির সেন্ট্রাল কমিটির সাবেক সদস্য ছিলেন।

তিনি এরশাদ বিরোধী আন্দোলনে লাকসাম কমিটির সভাপতি ছিলেন। তিনি স্থানীয় স্কুল-কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি ছিলেন।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি