ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নোয়াখালীতে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু 

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ২২:১৩, ১৮ আগস্ট ২০১৯ | আপডেট: ২২:১৪, ১৮ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী পৌর এলাকার গনিপুর গ্রামে নাজিম উদ্দিন নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত নাজিম গনিপুর গ্রামের মনির মিয়ার বাড়ির রুহুল আমিনের ছেলে।তিনি ঢাকা নোয়াখালী রুটের হিমাচল পরিবহনের সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।  

নিহত নাজিমের চাচা সহিদ উদ্দিন জানান, বেশ কয়েকদিন যাবত নাজিম গায়ে জ্বর নিয়ে হিমাচল পরিবহনে কাজ করে।গতকাল শনিবার ছুটিতে প্রচন্ড জ্বর নিয়ে বাড়িতে আসে। এক পর্যায়ে সে জ্ঞান হারিয়ে ফেললে তাকে দ্রুত স্থানীয় বেসকারি রাবেয়া হাসপাতালে ভর্তি করে। সেখানে পরীক্ষা-নিরীক্ষা করালে ডেঙ্গুর ভাইরাস ধরা পড়ে। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার বেসরকারী ইউনিভার্সাল হাসপাতালে রাত ১১টার দিকে ভর্তি করা হয়।অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।রোববার ভোরে তার মৃত্যু হয়।   
কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি