ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

রাজশাহীতে ছুরিকাঘাতে যুবক নিহত   

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৩৬, ১৯ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

রাজশাহীর পুঠিয়ার বেলপুকুরের দক্ষিণ জামিরা গ্রামে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। রোববার রাতে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম সোহেল রানা (৩২) বলে নিশ্চিত করেছেন বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গোলাম মোস্তফা। 

তিনি জানান, নিহত সোহেল ওই গ্রামের আনসার মির্জার ছেলে। তিনি পেশায় একজন মুদি দোকানদার। ধানের চারা নিয়ে তার সঙ্গে প্রতিবেশি সাইফুলের ছেলে সাগরের বাকবিতণ্ডা হয়। এরই জের ধরে সাইফুল ও সাগরসহ কয়েকজন গতকাল রোববার সোহেলের বাড়িতে হামলা করেন। 

পরে দোকানে গিয়ে সোহেল রানার পেটে ছুরিকাঘাত করেন তারা। এতে ঘটনাস্থলেই সোহেল রানা মারা যান। ঘটনাস্থল থেকে মৃতহেদটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতালে পাঠিয়েছে বেলপুকুর থানা পুলিশ। 

এ ঘটনায় সোমবার সকালে নিহত সোহেল রানার বাবা আনসার মির্জা বাদি হয়ে ১২ জনকে আসামি করে বেলপুকুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। এর আগে রাতেই অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে নাজিবুল (৩২) ও ফারুক (৫০) নামের দুইজনকে আটক করা হয় বলে জানায় পুলিশ।

এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি