ঢাকা, রবিবার   ১২ মে ২০২৪

তাবলীগের ১৩ সদস্যকে অচেতন করে টাকা-মোবাইল লুট

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত : ১৩:২৮, ১১ সেপ্টেম্বর ২০১৯

রাজশাহীর মোহনপুর উপজেলায় তাবলীগ জামায়াতের ১৩ সদস্যকে অচেতন করে টাকা ও মোবাইল নিয়ে পালিয়েছে এক সদস্য। উপজেলার কেশরহাট পৌরসভার টিলাহাটি দক্ষিণপাড়া জামে মসজিদে এ ঘটনা ঘটে।

মোহনপুর থানার ওসি মোস্তাক আহমেদ বলেন, মঙ্গলবার রাতে খাবারে ডালের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে  ১৩ জনকে অচেতন করা হয়। এর পর সবার মোবাইল ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায় একজন। সকালে তাদের ঘুম থেকে উঠতে দেরি হলে স্থানীয়দের সন্দেহ হয়। খবর পেয়ে স্থানীয় পৌরসভার মেয়র, পুলিশ ও চিকিৎসকরা ওই মসজিদে গিয়ে তাদের ঘুম থেকে তোলেন। পরে তাদের পরীক্ষা করে ঘুমের ওষুধ খাওয়ানোর বিষয়টি নিশ্চিত হন। তারা সবাই সুস্থ আছেন বলে পরীক্ষার পর স্থানীয় উপ-স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ইছাহাক আলী নিশ্চিত করেছেন।

ওসি বলেন, গত সোমবার ১৪ জনের তাবলিগ জামায়াতের একটি টিম এ মসজিদে এসেছিল। অচেতন করার পর তাদের কাছ থেকে নগদ সাড়ে পাঁচ হাজার টাকা ও পাঁচটি মোবাইল সেট নিয়ে রাসেল নামের এক তাবলীগ জামায়াতের সদস্য পালিয়ে যায়।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি