ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৫৬, ১৩ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের বিসিক শিল্প এলাকায় ঢাকা থেকে রাজশাহীগামী ধুমকেতু ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়। 

সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) শাহাবুদ্দিন আকন্দ স্থানীয়দের বরাত দিয়ে জানান, শুক্রবার দুপুরে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের বিসিক শিল্প পাক এলাকায় রেল লাইন ঘেষে হেঁটে যাচ্ছিলেন ঐ বৃদ্ধ। এ সময় ঢাকা থেকে রাজশাহীগামী ধুমকেতু ট্রেনের ধাক্কায় নীচে পড়ে গিয়ে কাটা পড়েন তিনি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। প্রাথমিকভাবে নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা। 

এমএস/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি