ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

চুয়াডাঙ্গার ফেনসিডিলসহ পুলিশ কনস্টেবল আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ১২:২৮, ২৮ সেপ্টেম্বর ২০১৯

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় ৫৭ বোতল ফেনসিডিলসহ খায়রুল ইসলাম (৩৪) নামে পুলিশের এক কনস্টেবলকে আটক করেছে বিজিবি। এ সময় রফিকুল ইসলাম (৩৮) নামে তার এক সহযোগীকেও আটক করা হয়। 

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার শিংনগর গ্রাম থেকে তাদের আটক করে বিজিবি। 

আটককৃত পুলিশ কনস্টেবল খায়রুল ইসলাম মেহেরপুর শহরের ঈগদা পাড়ার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। সে বর্তমানে খুলনা মেট্রোপলিটন পুলিশে কর্মরত আছেন। আর রফিকুল ইসলাম সিংননগর গ্রামের ওয়াছেদ আলীর ছেলে। 

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল জীবননগর উপজেলার সিংনগর গ্রামে একটি বাড়িতে অভিযান চালায়। এ সময় ওই বাড়ি থেকে ৫৭ বোতল ভারতীয় ফেনসিডিলসহ আটক করা হয় পুলিশ কনস্টেবল খায়রুল ইসলাম ও তার সহযোগী রফিকুল ইসলামকে।

ঝিনাইদহের খালিশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খাঁন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত পুলিশ কনস্টেবল খায়রুল ও সহযোগী রফিকুল ইসলামকে মামলা দিয়ে রাতেই জীবননগর থানায় সোর্পদ করা হয়েছে। 

আই/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি