ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

নাসির বিড়ির বিরুদ্ধে র‍্যাবের অভিযান

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ২০:১৪, ২০ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পশ্চিম বাংলাবাজার, নৈগাং ও সদর উপজেলার সুরমা ইউনিয়নের মঙ্গলকাটা বাজারে অবৈধ পণ্য ভারতীয় নাসির বিড়ি বন্ধে অভিযান পরিচালনা করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)। 

বোরবার বিকেলে র‌্যাব-৯ এর সুনামগঞ্জ অঞ্চলের কোম্পানী কমান্ডার মোঃ ফয়সল আহমদের নেৃতত্বে র‌্যাব সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

এ ব্যাপারে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান র‌্যাব-৯ এর সদস্যরা সুনামগঞ্জের কোম্পানী কমান্ডার মোঃ ফয়সল আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি। কারণ, আগাম খবর পেয়ে বিড়ির কারবারীরা দ্রুত দোকানঘর বন্ধ করে পালিয়ে যেতে সক্ষম হয়। 

এমনকী কোন ভারতীয় পণ্য উদ্ধার করা না গেলেও ওই তিনটি বাজারের বাজার কমিটির সদস্যদের নিয়ে বৈঠক করেন র‍্যাব। আগামীতে যেন ওই সমস্ত ভারতীয় পণ্য বা নাসির বিড়ি বাজারাগুলোতে আসতে না পারে সেই বিষয়ে সতর্ক থাকতে পরামর্শ দেয়া হয়। তারপরেও যদি কেউ এই অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত থাকেন, তাহলে তাদেরকে গ্রেফতার করে মামলা দিয়ে জেলহাজতে প্রেরণের নির্দেশনা দেন র‌্যাব প্রধান মোঃ ফয়সল আহমদ।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি