ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪

যশোরের ৫১ স্কুল কলেজ ও মাদ্রাসায় বইছে আনন্দের বন্যা

বেনাপোল প্রতিনিধি:

প্রকাশিত : ১৮:০৪, ২৪ অক্টোবর ২০১৯

দীর্ঘ ২৭ বছর বিনা বেতনে শিক্ষার্থীদের পাঠদান করেছেন যশোর সদরের শেখহাটি শফিয়ার রহমান মডেল একাডেমির প্রধান শিক্ষক রেজাউল ইসলাম। চাকরি জীবনের শেষ প্রান্তে এসে শুনলেন এমপিওভুক্তির (মান্থলি প্রেমেন্ট অর্ডার) সুসংবাদ। তার মত শ’শ’ শিক্ষকের দীর্ঘ প্রতীক্ষার অবসান হয়েছে এবার। 

শিক্ষকরা বলছেন, এমপিওভুক্ত হওয়াতে তাদের স্থায়ী রুটি রুজির ব্যবস্থা হলো। মাস শেষে আর টেনশন করতে হবে না। সারাদেশের ২৭৩০ শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যশোরের ৫১টি স্কুল, কলেজ ও মাদ্রাসা পেয়েছে লম্বা অপেক্ষার বড় পুরস্কার। এসব প্রতিষ্ঠানে বইছে আনন্দের বন্যা। যশোরে এমপিওভুক্তি বিদ্যালয় ২৫টি, কলেজ ১৫টি ও মাদ্রাসা ১১ টি।

এমপিওভূক্ত হওয়া শিক্ষা প্রতিষ্ঠানগুলো হচ্ছে (মাধ্যমিক বিদ্যালয়) শার্শা উপজেলার সেতাই এসি আই ইউনাইটেড হাই স্কুল, ঝিকরগাছা উপজেলার বোধখানা সেকেন্দারী স্কুল, বাউশা আর এন সেকেন্ডারি স্কুল, এমসিডি সম্মিলনী হাইস্কুল, বালিয়া গৌড়সুটি সেকেন্ডারি স্কুল, চৌগাছা উপজেলার স্বরূপদাহ সেকেন্ডারি স্কুল, বর্ণি রামকৃষ্ণপুর সেকেন্ডারি স্কুল, সিএজিএম হাইস্কুল, হিজলী সেকেন্ডারি স্কুল, খলশী বাজার সেকেন্ডারি স্কুল, সদর উপজেলার উপশহর মাধ্যমিক বিদ্যালয়, শেখহাটি শফিয়ার রহমান মডেল একাডেমি, বিরামপুর শিলা রায় চৌধুরী মাধ্যমিক বিদ্যালয়, কাজীপুর হাইস্কুল, ডাকাতিয়া হাইস্কুল, কাজী শামসুলহুদা হাইস্কুল, মেঘলা হাইস্কুল, বলারামপুর সেকেন্ডারি স্কুল, চাঁচড়া হাইস্কুল, অভয়নগর উপজেলার দিয়াপড়া মডেল সেকেন্ডারি স্কুল, চলিশিয়া হাইস্কুল, রাজ টেক্সটাইল, মণিরামপুর উপজেলার গাবুখালী হাই স্কুল, কেশবপুর উপজেলার সাতবাড়ীয়া সেকেন্ডারি স্কুল, বাঘারপাড়া উপজেলার কে কে আর হাইস্কুল।

(কলেজ) চৌগাছার এস এম হাবিবুর রহমান পৌর কলেজ, তরিকুল ইসলাম পৌর কলেজ, পাশাপোল আমজামতলা মডেল কলেজ, জিবিসি আদর্শ কলেজ, বাঘারপাড়ার চিত্রা মডেল কলেজ, অভয়নগরের শেখ আব্দুল ওহাব মডেল কলেজ, পাঁজিয়া মহাবিদ্যালয়, বালিয়াডাঙ্গা সার্বজনীন দেবালয় টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ, ঝিকরগাছা মহিলা ডিগ্রি কলেজ, মণিরামপুরের রাজগঞ্জ মহাবিদ্যালয়, মুক্তেশ্বরী ডিগ্রি কলেজ, মনোহরপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, বাঘারপাড়ার জাপান কৃষি মৈত্রী কারিগরি কলেজ, সদরের ইছালী মডেল কলেজ।

(মাদ্রাসা) চৌগাছার শাহজাদপুর দাখিল মাদ্রাসা, বর্ণি দাখিল মাদ্রাসা, পাতিবিলা নিয়ামতপুর তাহজীবুল উম্মাহ দাখিল মাদ্রাসা, ঝিকরগাছার মিশ্রিদেয়াড়া বহিরামপুর দাখিল মাদ্রাসা, সদরের রোহেলাপুর দাখিল মাদ্রাসা, রাজাপুর জামিদিয়া দ্বীনিয়া দাখিল মাদ্রাসা, মণিরামপুরের নেংগুরাহাট মহিলা দাখিল মাদ্রাসা, সদরের মাহিদিয়া সম্মিলনী মহিলা আলিম মাদ্রাসা, ভিটিবল্লা ইসলামীয়া আলিম মাদ্রাসা, শার্শার রহিমপুর আলিম মাদ্রাসা, মণিরামপুরের রাজগঞ্জ সিদ্দিকীয়া আলিম মাদ্রাসা।

সদরের শেখহাটি শফিয়ার রহমান মডেল একাডেমির প্রধান শিক্ষক রেজাউল ইসলাম জানান, স্কুল এমপিওভুক্তির স্বপ্ন সরকার পুরণ করেছে। তাদের কষ্টের দিন দূর হলো।

উপশহর মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সালাউদ্দীন দিলু জানান, তাদের স্কুলের শিক্ষকরা ২৭ বছর ধরে বিনা বেতনে শিক্ষকতা করছেন। আশা ছিল একদিন না একদিন তাদের স্কুলটি এমপিওভুক্ত হবে। স্বপ্নপূরণ হওয়ায় তারা প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন। 

আরকে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি