ঢাকা, বুধবার   ১৫ মে ২০২৪

কামারখন্দে জমি নিয়ে বিরোধের জেরে মারপিট, নিহত ১

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ০৯:৩৪, ২৪ নভেম্বর ২০১৯

ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার চরটেংরাইল গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে মারপিটে আঘাতপ্রাপ্ত হয়ে জহুরুল ইসলাম মন্ডল (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের ভাই নজরুল ইসলামসহ একই পরিবারের ৫ জন।

স্থানীয় সূত্রে জানা যায়, নজরুল ইসলামের বিবাদপূর্ণ জমিতে প্রতিবেশি আলতাফ তালুকদার, ইছা তালুকদার ও জিন্নাহ তালুকদারসহ তাদের লোকজন শনিবার বিকালে ঘর তুলতে যান। এ সময় নজরুল ইসলাম ও তার বড় ভাই জহুরুল ইসলাম মন্ডলসহ পরিবারের লোকজন বাঁধা দেন। বাঁধা দিলে তাদের বেধড়ক মারপিট করা হয়। মারপিটের আঘাতে জহুরুল ও ভাই নজরুলসহ একই পরিবারের কমপক্ষে ৬ জন আহত হন। স্থানীয়রা তাদের দু’ভাইকে হাসপাতালে নেওয়া হয়। সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শামিমুল ইসলাম পরে জহুরুল ইসলাম মন্ডলকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ সন্ধায় ওই গ্রামে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলেও উত্তেজনা রয়েছে।

কামারখন্দ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) হাবিবুল ইসলাম জানান, নিহতের মরদেহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

তিনি আরও জানান, কোনও পক্ষই সন্ধ্যা পর্যন্ত থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা নেয়া হবে।

একে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি