ঢাকা, শনিবার   ০২ আগস্ট ২০২৫

তাড়াশে ১৩ কেজি গাঁজাসহ চাষী আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ২৩:৪৪, ২৮ নভেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জের তাড়াশের নাদোসৈয়দপুরে ১৩ কেজি গাঁজাসহ চাষীকে আটক করেছে র‌্যাব। 

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে তার বাড়িতে অভিযান চালিয়ে ১৩ কেজি কাঁচা গাঁজাসহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। আটক আব্দুল হামিদ ওই গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে।

সিরাজগঞ্জ র‌্যাব-১২ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার প্রণব কুমার সরকার জানান, হামিদ দীর্ঘ দিন ধরে গোপনে গাজা চাষ ও বিক্রি করে আসছিল। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। 

এ ব্যাপারে তাড়াশ থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানান তিনি। 

এআই/এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি