ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পুলিশের ভয়ে পালাতে গিয়ে প্রাণ গেল ভ্যানচালকের

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৮:১৫, ৫ ডিসেম্বর ২০১৯

ট্রাকের ধাক্কায় নিহত ফরিদ উদ্দিন ওরফে ফটিক

ট্রাকের ধাক্কায় নিহত ফরিদ উদ্দিন ওরফে ফটিক

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জের সলঙ্গায় মহাসড়কে পুলিশের ভয়ে ভ্যান নিয়ে পালাতে গিয়ে ট্রাকের ধাক্কায় ফরিদ উদ্দিন ওরফে ফটিক তালুদকার (৫০) নামে এক ভ্যান চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) দুপুরে বগুড়া-নগড়বাড়ি মহাসড়কের রানীনগর জামে মসজিদের পাশে এ ঘটনা ঘটে।নিহত ফদির উদ্দিন থানার পাঠধারী গ্রামের মৃত সুজাব আলীর ছেলে। 

স্থানীয়রা জানান, মহাসড়কের পাঠধারী থেকে ভ্যান নিয়ে বোয়ালিয়া বাজারে যাওয়ার পথে উিউটিরত পুলিশ তাকে ধাওয়া দিলে ভয়ে ভ্যান নিয়ে দ্রুত পালিয়ে যাবার চেষ্টা করেন ফদির উদ্দিন। এসময় নগরবাড়িগামী একটি ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তবে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকতারুজ্জামান জানান, ওই সময় মহাসড়কে হাইওয়েতে আমাদের কোনও পুলিশ সদস্য ছিল না। হয়তো কাউকে দেখে পুলিশ ভেবে পালানোর চেষ্টা করে সে, ওই সময় দুর্ঘটনাটি ঘটেছে।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি