ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

টেকনাফে ‘গোলাগুলিতে’ যুবক নিহত

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৩৩, ৮ ডিসেম্বর ২০১৯ | আপডেট: ০৯:১৫, ৮ ডিসেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

কক্সবাজারের টেকনাফে দু’ডাকাত গ্রুপের আধিপত্য বিস্তার নিয়ে কথিত গোলাগুলিতে অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। এসময় আরও দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। 

শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়ার ক্যাম্পের এইচ ব্লকের পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন, শামসুল আলম ও মোহাম্মদ ফয়সাল। তারা দু’জন একই ক্যাম্পের বাসিন্দা।

টেকনাফ থানার ওসি (অপারেশন) মো. রাকিবুল হাসান প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানিয়েছেন, রাতে টেকনাফ উপজেলার নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই ডাকাত দলের মধ্যে গোলাগুলিতে নিহত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম-পরিচয় এখনও জানা সম্ভব হয়নি। তবে এঘটনায় আরও দু’জন গুলিবিদ্ধ হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। ময়নাতদন্তের জন্য নিহত যুবকের মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

এআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি