ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

জন্মদিনে বধ্যভূমিতে ফলের চারা ও ফুল গাছ রোপন

শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত : ১৩:২২, ১১ ডিসেম্বর ২০১৯

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মুক্তিযুদ্ধের তথ্য ও স্মারক সংগ্রাহক বিকুল চক্রবর্তী তার জন্ম দিনে বিশিষ্টজনদের নিয়ে শ্রীমঙ্গল বধ্যভূমি একাত্তরে নারিকেল গাছের চারা ও ফুলের গাছ রোপন করেছেন।

মঙ্গলবার সন্ধ্যায় এ বৃক্ষ রোপন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা বিরাজ সেন তরুণ, ডা. বিনেন্দু ভৌমিক, বিজিবি সদস্য ও সাংবাদিকবৃন্দ।

এ সময় বিকুল চক্রবর্তী বলেন, সবার ভালোবাসায় আমি কৃতজ্ঞ। তিনি জানান, পেশায় তিনি একজন গণমাধ্যমকর্মী হলেও তার অন্যতম শখ মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রহ করে নতুন প্রজন্মকে জানানো আর বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের ফলে যেভাবে আমাদের প্রকৃতি ধ্বংস হচ্ছে তার থেকে রক্ষার জন্য বৃক্ষ রোপন। তাই তিনি নিজে বৃক্ষ রোপন করেন এবং রোপনে বিভিন্নজনকে উদ্বুদ্ধ করেন এবং জন্ম দিনে তা করতে পেরে তিনি ফুলেল শুভেচ্ছায় যে আনন্দ পেতেন এতেও তা পেয়েছেন।

একে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি