ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

খালেদা জিয়ার জামিন বিষয়ে সরকারের হাত নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

জামালপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫৬, ১১ ডিসেম্বর ২০১৯ | আপডেট: ১৫:৫৯, ১১ ডিসেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘খালেদা জিয়া দুর্নীতির মামলায় কারাগারে রয়েছেন, তাকে সর্বোচ্চ চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। তাকে জামিন দেওয়া না দেওয়া একান্তই আদালতের ব্যাপার। এ ব্যাপারে সরকারের কোন হস্তক্ষেপ নেই।’

আজ দুপুরে জামালপুর পুলিশ অফিসার্স ক্লাবে জেলা পুলিশ আয়োজিত মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘বিএনপি খালেদা জিয়ার মুক্তির বিষয়ে আন্দোলন করলেও তাতে জনগণের কোন সারা নেই।’

পুলিশ সুপার দেলোয়ার হোসেনের সভাপতিত্বে উক্ত সভায় স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়া আরও বক্তব্য রাখেন জামালপুর সদরের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেন, প্রধানমন্ত্রী এসডিজি বিষয়ক সমন্বয়ক আবুল কালাম আজাদ,পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি এবং জেলা প্রশাসক মোঃ এনামুল হক সহ আরও অনেকে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি