ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

ব্রাহ্মণবাড়িয়ায় মাদকসহ আটক ৩

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ২৩:৩৭, ২৩ ডিসেম্বর ২০১৯

ব্রাক্ষণবাড়িয়া আখাউড়ার গঙ্গাসাগর এলাকা থেকে ১০০ বোতল স্কাফসহ তিন মাদক কারবারিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৪)।

সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় র‌্যাব-১৪ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে। 

আটককৃতরা হলেন- রাধানগর গ্রামের রশিদ মিয়ার ছেলে জাফর মিয়া (২৪), খলাপাড়া গ্রামের মতিউর রহমানের ছেলে মনির হোসেন পারভেজ (৩৫) ও ছয়ঘরিয়া গ্রামের সুলতান মিয়ার ছেলে মো. সাদির মিয়া (২০)। তাদের তিনজনের বাড়ি আখাউড়া উপজেলায়। 

এর আগে আজ সকাল ৯টার সময় ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানাধীন গঙ্গাসাগর গ্রামস্থ ‘বায়তুল কারার কেন্দ্রীয় জামে মসজিদের’ সামনে অভিযান পরিচালনা করে তাদের আটক করে র‍্যাব।

র‌্যাব জানায়, গোপন সংবাদে র‌্যাবের ভৈরব ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের ও সিনিয়র এডি চন্দন দেবনাথের নেতৃত্বে একটি আভিযানিক টিম সোমবার সকালে অভিযান চালায়। 

এসময় গঙ্গাসাগর এলাকায় অভিযান চালিয়ে ১০০ বোতল স্কাফ উদ্ধার করা হয়। পরে তাদের আটক করে থানায় নিয়ে যায়। উদ্ধারকৃত আলামতের আনুমানিক মূল্য দুই লাখ টাকা। আসামিদের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানা যায়।

কেআই/এসি
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি