ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪

জয়পুরহাটে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত 

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৫৩, ২৯ ডিসেম্বর ২০১৯

আধুনিক খেলার ভিঁড়ে হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সেই হা-ডু-ডু  খেলা। হারিয়ে যাওয়া খেলাটির অতীত ঐতিহ্য ফিরিয়ে আনতে সদর উপজেলার হেলকুন্ডা স্কুল মাঠে অনুষ্ঠিত হল মুক্তিযোদ্ধা কাপ হা-ডু-ডু খেলা।

গতকাল বিকালে এ হা-ডু-ডু প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। সদর উপজেলার কড়ই উত্তর পাড়া একাদশ ২৮-১৭ পয়েন্ট পেয়ে হেলকুন্ডা একাদশ দলকে পরাজিত করে চাম্পিয়ন হয়। পরে প্রধান অতিথি জয়পুরহাটের পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির বিজয়ী দলকে পুরস্কার হিসেবে একটি গরু এবং রানার্স আপ দলকে একটি ছাগল তুলে দেন।

সদর উপজেলার পুরানাপৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম সৈকতের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত এ খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জয়পুরহাট পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, জয়পুরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি আনোয়ারুল হক আনু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোরশেদুল আলম লেবু, জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মাসুদ রেজা প্রমুখ। 

এ হা-ডু-ডু ফাইনাল খেলাকে ঘিরে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে উপজেলা জুড়ে। দুপুর থেকেই উৎসুক হাজার হাজার জনতা ভীড় করেত থাকেন খেলার মাঠে। এধরনের খেলার আয়োজনের মধ্য দিয়ে বাংলার ঐতিহ্য ধরে রাখার পাশাপাশি গ্রামের মানুষের আনন্দ বিনোদন দেওয়ার লক্ষ্য ছিল আয়োজকদের। 

কেআই/এসি
 
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি