ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

মৃত জামাতাকে দেখতে গিয়ে প্রাণ গেল শ্বশুরসহ ৩ জনের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৯, ৩ জানুয়ারি ২০২০

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে প্রাণ গেল তিনজনের। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন।

শুক্রবার সকালে ডোমার-পঞ্চগড় সড়কের অবিলের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজনের মধ্যে দু’জনের পরিচয় পাওয়া গেছে। তাদের বাড়ি নীলফামারীর জলঢাকা উপজেলার খারিজা গোলনা নবাবগঞ্জ গ্রামে। তারা হলেন- জহুরুল ইসলাম (৬৫) ও আনোয়ারা বেগম (৫৭)। আহতদের বাড়িও একই গ্রামে হবে বলে ধারণা করছে পুলিশ।

কিশোরগঞ্জ থানার ওসি হারুন অর রশীদ জানান, জহুরুলের মেয়ে জামাইয়ের বাড়ি বগুড়ার মোকামতলায়। তার জামাতা মারা যাওয়ার সংবাদ পেয়ে মাইক্রোবাসযোগে মোকামতলায় সপরিবারে যাচ্ছিলেন তিনি। মাইক্রোবাসটিতে চালকসহ ১১ যাত্রী ছিলেন। সকাল ৭টার দিকে অবিলের বাজারে মাইক্রোবাসটি পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা নাইট-কোচ আজিজ ট্রাভেলসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মাইক্রোবাসে থাকা জহুরুল ইসলাম ও তার বোন আনোয়ারা নিহত হন। আহত হন মাইক্রোবাসের চালকসহ ৯ জন। পরে রংপুর মেডিকেলে আরও একজন মারা গেছেন। আহতদের উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে নেওয়া হলে সেখানে আরেকজন নিহত হন বলে জানান ‍ওসি।

একে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি