ঢাকা, শনিবার   ১২ অক্টোবর ২০২৪

বেনাপোলে স্কুল ব্যাগে মিলল ৮৭ বোতল ফেনসিডিল

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩৩, ১৪ জানুয়ারি ২০২০

যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৮৭ বোতল ভারতীয় ফেনসিডিলসহ আলী হোসেন রিঙ্কু (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে বেনাপোল বলফিল্ডের সামনে থেকে তাকে আটক করে পুলিশ। রিঙ্কু বেনাপোল পোর্ট থানার নারায়নপুর গ্রামের হাসানুর রহমানের ছেলে। সে স্কুলের একটি ব্যাগে করে ফেনসিডিলের বোতলগুলো নিয়ে যাচ্ছিল।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একজন মাদক ব্যবসায়ী মাদকের একটি চালান নিয়ে বেনাপোল বলফিল্ডের সামনে অবস্থান করছে। এমন খবরে বেনাপোল পোর্ট থানার এসআই পিন্টু লাল দাসের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এসময় তার কাছে থাকা একটি স্কুল ব্যাগ তল্লাশি করে ৮৭ বোতল ফেনসিডিল পাওয়া যায়। এ ব্যাপারে মাদক আইনে মামলা দিয়ে তাকে যশোর আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি