ঢাকা, শুক্রবার   ১৩ সেপ্টেম্বর ২০২৪

কুড়িগ্রামে অসহায় শিশুদের শীতবস্ত্র দিল একুশে টিভি  

কুড়িগ্রাম প্রতিনিধি 

প্রকাশিত : ১৭:০৫, ১৮ জানুয়ারি ২০২০

একুশে টেলিভিশনের উদ্যোগে কুড়িগ্রামে ৪ শতাধিক অসহায় শিশু-কিশোরদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নে দুর্গম চর পার্বতীপুরের এসব মানুষের হাতে গরম, কাপড় ও সোয়েটার তুলে দেন জেলা পুলিশ সুপার মহিবুল খান। 

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন একুশে টিভির জেলা প্রতিনিধি ও কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খ ম আতাউর রহমান বিপ্লব, যাত্রাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ আব্দুল গফুর, ইউপি সদস্য মো. শামসুল হক মন্ডল প্রমুখ। 

এআই/আরকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি