ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

৩ বছরের শিশুকে নিপীড়নের দায়ে বৃদ্ধের ১০ বছরের জেল

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ২০:৩৩, ২১ জানুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জের সদর উপজেলার এক শিশুকে যৌন নিপীড়নের মামলায় ফায়েজ মিয়া নামে এক বৃদ্ধের ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। 

মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক ফজলে খোদা মো. নাজির এ রায় দেন। সাজাপ্রাপ্ত ফয়েজ মিয়া (৬৮) সিরাজগঞ্জের সদর উপজেলা শিবনাথপুর গ্রামের বাসিন্দা।

আদালতের স্পেশাল পিপি অ্যাডভোকেট শেখ আব্দুল হামিদ লাবলু এ তথ্য নিশ্চিত করে জানান, আসামি ও ভুক্তভোগীর পরিবার একইগ্রামে পাশাপাশি বসবাস করতেন। ২০০৯ সালের ১৬ এপ্রিল দুপুরে তিন বছরের ওই শিশুকে ঘরে ডেকে নিয়ে যৌন নিপীড়ন করেন ফয়েজ। 

এ সময় শিশুটি কান্না ও চিৎকার করলে তার মা বিষয়টি টের পায় এবং শিশুটিকে উদ্ধার করে। পরে তাকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। 

এ ঘটনার পরদিন শিশুটির মা বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় মামলা করেন। মামলার সাক্ষ্য প্রমাণ শেষে আজ আসামির অনুপস্থিতিতে বিচারক এ রায় দেন বলে জানান এ আইনজীবী। 

এআই/এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি