ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সীমান্ত থেকে ৫ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত : ২৩:৩৪, ৩১ জানুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

রাজশাহীর গোদাগাড়ী সীমান্ত থেকে পাঁচ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার বিকেলে উপজেলার খরচাকা সীমান্ত থেকে তাদের ধরে নিয়ে যাওয়া হয়। এদের মধ্যে একজনকে নির্যাতন করা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

যাদের ধরে নিয়ে গেছে তারা হলেন- পবা উপজেলার গহমাবোনা গ্রামের সেলিম রেজার ছেলে রাজন হোসেন (২৫), মনিবুলের ছেলে সোহেল রানা দোয়েল (২৭), মৃত. কালুর ছেলে কাবিল (২৫), মৃত. রফিকুলের ছেলে শাহীন (৩৫) এবং আল্লামের ছেলে শফিকুল (৩০)।

ধরে নিয়ে যাওয়াদের পরিচয় নিশ্চিত করে পবার হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলে রেজবী আল হাসান মুঞ্জিল বলেন, চরে গরু চরাতে গিয়েছিলেন কয়েকজন। এদের মধ্যে পাঁচজন সীমান্তের শূন্য রেখায় চলে গেলে বিএসএফ তাদের ধরে নিয়ে যায়।

তিনি বলেন, যাদের ধরে নিয়ে যাওয়া হয়েছে তারা সবাই রাখাল। নিজেদের বাড়িতে পালন করা গবাদিপশু তারা পদ্মা নদীর বিস্তির্ণ চরে চরাতে যান। ধরে নিয়ে যাওয়ার আগে এক রাখালকে বিএসএফ নির্যাতন করেছে বলে প্রত্যক্ষদর্শীদের বরাদ দিয়ে চেয়ারম্যান মুঞ্জিল জানান। 

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রাজশাহীর ১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ বলেন, সীমান্ত থেকে চার-পাঁচজনকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। পতাকা বৈঠকের জন্য তারা বিএসএফকে বার্তা পাঠিয়েছে। শনিবার সকালে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফিরিয়ে আনা হবে। 

কেআই/এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি