ঢাকা, শুক্রবার   ১৩ সেপ্টেম্বর ২০২৪

কুড়িগ্রামে ২ কোটি টাকার দখলকৃত জমি উদ্ধার

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩৩, ২৫ ফেব্রুয়ারি ২০২০

কুড়িগ্রামে শুরু হয়েছে পানি উন্নয়ন বোর্ডের উচ্ছেদ অভিযান। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় শহরের প্রাণকেন্দ্র মিতালী সিনেমা হল সংলগ্ন এলাকা দিয়ে শুরু হয় এ অভিযান। 

এতে ওই এলাকার কাচা-পাকা স্থাপনা গুড়িয়ে দিয়ে প্রায় ২ কোটি টাকা মূল্যের দখলকৃত জমি উদ্ধার করা হয়।

এ সময় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম, নির্বাহী ম্যাজিষ্ট্রেট রিন্টু বিশ্বাস চাকমা ও আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। 
 
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম জানান, ‘কুড়িগ্রাম সদর, রাজারহাট, চিলমারী, উলিপুর ও রৌমারী উপজেলায় ধরলা ও ব্রহ্মপুত্র অববাহিকার প্রায় ৫৩ কিলোমিটার তীর রক্ষাবাঁধে অবৈধভাবে গড়ে ওঠা বসতবাড়ি ও দোকানপাট উচ্ছেদ করা হবে। পরে বাঁধগুলো সংস্কার করা হবে।’

এআই/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি