ঢাকা, বুধবার   ১৮ সেপ্টেম্বর ২০২৪

করোনা বিস্তার রোধে বুড়িমারীতে আমদানি-রপ্তানি ঘোষণা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫০, ২১ মার্চ ২০২০

লালমনিহাটের বুড়িমারী স্থলবন্দরের সড়কে পণ্য বোঝাই ট্রাক- একুশে টেলিভিশন

লালমনিহাটের বুড়িমারী স্থলবন্দরের সড়কে পণ্য বোঝাই ট্রাক- একুশে টেলিভিশন

করোনা ভাইরাস বিস্তার রোধে বাংলাদেশ-ভারতের সিদ্ধান্ত অনুযায়ী লালমনিহাটের বুড়িমারী ও ভারতের চ্যাড়াবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামীকাল রোববার থেকে এ ঘোষণা কার্যকর হবে। 

ঘোষণার বিষয়টি আজ শনিবার উভয় দেশের বন্দর কর্তৃপক্ষ আমদানি ও রপ্তানিকারক ব্যবসায়িদের জানিয়ে দেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন বুড়িমারী স্থলবন্দরের কাস্টমসের সহকারী কমিশনার সুমেলকান্তি চাকমা ও স্থলবন্দর উপ-পরিচালক মাহফুজ ইসলাম ভুঁইয়া। ইতোমধ্যে উভয় দেশে পণ্য পরিবহনকারী ট্রাকের মালামাল শীঘ্রাই খালাস করা হবে বলে জানিয়েছেন তিনি। 

এমএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি