ঢাকা, শুক্রবার   ১১ অক্টোবর ২০২৪

করোনা প্রতিরোধে কুড়িগ্রাম পৌরসভার মাস্ক বিতরণ

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত : ১৮:৫৪, ২২ মার্চ ২০২০

করোনা প্রতিরোধে মাস্ক ব্যবহারে আগ্রহী করে তুলতে কুড়িগ্রাম পৌরসভা নিন্ম আয়ের মানুষের মাঝে মাস্ক বিতরণ শুরু করেছে।
 
রোববার সকালে কুড়িগ্রাম জিয়া বাজার, আদর্শ বাজার ও বাসস্ট্রান্ড এলাকায় মাস্ক ও সচেতনতামূলক লিফলেট বিতরণের উদ্বোধন করেন কুড়িগ্রাম পৌরসভার মেয়র মো. আব্দুল জলিল। এ সময় ৩ হাজার মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়।

বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্যানেল মেয়র মো. মাসুদুর রহমান, কাউন্সিলর রোস্তম আলী তোতাসহ পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

কুড়িগ্রাম পৌরসভাকে পরিচ্ছন্ন রাখতে সকলের প্রতি আহবান জানিয়ে মেয়র আব্দুল জলিল জানান, জনগণকে মাস্ক ব্যবহারে আগ্রহী করে তুলতে এই কর্মসূচি অব্যহত থাকবে।

কেআই/আরকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি