ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

কোয়ারেন্টাইন না মানায় মালয়েশিয়া প্রবাসীকে জরিমানা

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ১৮:৫৬, ২২ মার্চ ২০২০

হোম কোয়ারেন্টাইন না মেনে অবাধে চলাফেরা করার অভিযোগে চুয়াডাঙ্গায় এক মালয়েশিয়া প্রবাসীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

মালয়েশিয়া  প্রবাসী আব্দুল হালিম (৪২) সদর  উপজেলার দৌলতদিয়াড় গ্রামের ফায়ার সার্ভিস পাড়ার আব্দুল আলিমের ছেলে। আজ রোববার দুপুরে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ হোসেন এ জরিমানা করেন।

জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ হোসেন  জানান, সদর উপজেলার দৌলাতদিয়াড় গ্রামের মালয়েশিয়া প্রবাসী আব্দুল হালিম সরকারিভাবে দেওয়া নিদের্শনা অনুযায়ী হোম কোয়ারেন্টিনে না থেকে বাইরে ঘোরাঘুরি করছিলো। 

খবর পেয়ে সেখানে উপস্থিত হয়ে ডেকে হোম কোয়ারেন্টাইন থাকার বিষয়ে বোঝানো হয়। সেই সাথে হোম কোয়ারেন্টিন না মেনে বাইরে ঘুরাঘুরি করার অপারাধে ভ্রাম্যমান আদালতে দন্ডবিধি ২৬৯ ধারা মোতাবেক ৩ হাজার টাকা জরিমানা করা হয়। পরে ওই প্রবাসী ও তার পরিবারকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়ে সতর্ক করেন ভ্রাম্যমান আদালতের বিচারক।
 
ভ্রাম্যমান আদালতের কাজে সহযোগীতা করেন এনএসআই’র সহকারি পরিচালক লুৎফুল কবীরসহ সদর থানা পুলিশ।

কেআই/আরকে 
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি