ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

টাঙ্গাইলে সিমেন্টবাহী ট্রাক উল্টে নিহত ৫

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৩১, ২৮ মার্চ ২০২০ | আপডেট: ০৯:২২, ২৮ মার্চ ২০২০

টাঙ্গাইলে সিমেন্টবাহী ট্রাক উল্টে ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১১ জন। আজ শনিবার ভোর ৬টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কান্দিলায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।

টাঙ্গাইল ট্রাফিক পুলিশের পরিদর্শক সাজেদ ও এলাকাবাসী জানান, ‘ঢাকা থেকে উত্তরবঙ্গগামী সিমেন্টভর্তি একটি ট্রাক শনিবার ভোর ৬টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কান্দিলায় নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সাথে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ঘটনস্থলেই ট্রাকের উপরে যাত্রী হিসেবে থাকা ৫ জন নিহত হয়। এই ঘটনায় আহত হয়েছে আরও ১১ জন। তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।’ 

তিনি জানান, ‘আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। নিহত ও আহতরা সিমেন্টবাহী ট্রাকের উপরে রংপুর যাচ্ছিল। তাদের অনেকের বাড়ি রংপুর জেলায়। তারা ঢাকাসহ বিভিন্ন এলাকা থেকে উঠেছিল।’ 

আহত ও নিহতরা দিন মজুর ও শ্রমিক বলে জানিয়েছে এলাকাবাসী। তবে এখনও তাদের পরিচয় পাওয়া যায়নি বলে জানান পুলিশের এই কর্মকর্তা। 

এআই/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি