ঢাকা, রবিবার   ১১ মে ২০২৫

সাঁথিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত সর্দার নিহত

পাবনা প্রতিনিধি

প্রকাশিত : ১১:২০, ৩১ মার্চ ২০২০

Ekushey Television Ltd.

পাবনার সাঁথিয়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আন্তঃজেলা ডাকাত সর্দার সরোয়ার ওরফে সরো ওরফে শাহীন আলম ওরফে আশিক (৩৬) নিহত হয়েছেন। এসময় দুই পুলিশ সদস্যও আহত হয়েছেন। 

সোমবার (৩০ মার্চ) দিবাগত রাতে উপজেলার শামুকজানি বাজারে ‘বন্দুকযুদ্ধে’র এ ঘটনা ঘটে। নিহত আশিক উপজেলার পুন্ডুরিয়া গ্রামের হারুন অর রশিদ ওরফে হারু ব্যাপারীর ছেলে। 

পুলিশের ভাষ্য, উপজেলার শামুকজানি বাজারে ডাকাতির উদ্দেশ্যে একদল ডাকাত গোপন বৈঠক করছে, এমন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত ২টার দিক সেখানে অভিযানে চালানো হয়। 

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে শুরু করে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুঁড়ে। এক পর্যায়ে তারা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ আশিককে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস সাংবাদিকদের জানান, ‘ঘটনাস্থল থেকে একটি দেশি বন্দুক, একটি কার্তুজ, একটি চাকু ও একজোড়া স্যান্ডেল উদ্ধার করা হয়েছে। নিহত আশিক হত্যা মামলার আসামী ছিলেন।’

এআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি