ঢাকা, বুধবার   ২৮ জানুয়ারি ২০২৬

নড়াইল হাসপাতালের নার্সকে ঢাকায় প্রেরণ

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত : ২১:১৪, ২ এপ্রিল ২০২০

Ekushey Television Ltd.

নড়াইল সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মাধবী রানী দাসের করোনা উপসর্গ দেখা দেখায় তাকে ঢাকার কুর্মিটোলা করোনা হাসপাতালে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে তাকে অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হয়। 

সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার আব্দুস শাকুর বলেন, মাধবী রানী গত কয়েকদিন ধরে শ্বাসকষ্ট, গলাব্যথা ও জ্বরে ভুগছেন। এ পরিস্থিতিতে তাকে পরীক্ষা-নিরিক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

এদিকে মাধবী রানীর ছেলে কৌশিক জানান, বৃহস্পতিবার বিকেলে তার মায়ের নমুনা সংগ্রহ করা হয়েছে। তবে ওইদিন সন্ধ্যা পর্যন্ত রিপোর্ট পাওয়া যায়নি। তার মা সুস্থ আছেন বলে জানান তিনি। 

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি